পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

অতিরিক্ত আইজিপি হলেন ৩ জন

ছয়দফা নিউজ ডেস্ক:
পুলিশের উপ-মহাপরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হলেন তিনজন। তার হলেন হলেন- সেলিম মো. জাহাঙ্গীর, দেবদাস ভট্টাচার্য ও হাবিবুর রহমান।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে গ্রেড-২ এ পদোন্নতি দিয়ে তাদের অতিরিক্ত আইজিপি করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে সেলিম মো. জাহাঙ্গীর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ময়মনসিংহ রেঞ্জের দায়িত্বে রয়েছেন দেবদাস ভট্ট্রাচার্য। এছাড়া হাবিবুর রহমান টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে রয়েছেন। এর মধ্যে জাহাঙ্গীর ও দেবদাস দুজনই বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা এবং হাবিবুর বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা। তাদের নিয়ে পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক পদধারী কর্মকর্তা এখন ২২ জন হলেন।

পদোন্নতি পাওয়া এই তিন কর্মকর্তা পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ