পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

পুলিশ সদস্য হত্যাকান্ডে জড়িত ২ জনকে আটক করা হয়েছে : ডিএমপি কমিশনার

ছয় দফা নিউজ ডেস্ক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, গতকাল রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজ নিহত হওয়ার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার রাজারবাগ পুলিশলাইনে আমিরুলের জানাজার নামাজে অংশ গ্রহণ করেন ডিএমপি কমিশনার।

এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘যারা আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা যা করা দরকার তাই করব।’

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেফতার করেছি। সিটি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলেন, শামীম রেজা ও মো. সুলতান।

শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ। তাকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে। শনিবার দুপুরে ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তার মাথায় আঘাত লাগে।

পরে ফকিরাপুল থেকে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রোববার ভোরে পল্টন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ