পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা

ছয় দফা নিউজ ডেস্ক:
ভারত মহাসাগরে বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণ নেয়া সোমালিয়ার জলদস্যুরা মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। বুধবার (২০ মার্চ) দিনের যে কোন এক সময় তারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করে।

বুধবার (২০ মার্চ) বিকাল ৩টায় এ প্রসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী জানান, জলদস্যুরা যোগাযোগ করেছে মালিক পক্ষের সাথে। শুধু এইটুকু শুনেছি। তবে তাদের কোন গ্রুপ যোগাযোগ করেছে তা বুঝতে হবে। তাদের অনেক গ্রুপ থাকে। জাহাজটি যারা নিয়ন্ত্রণে নিয়েছে তারা কিন্তু আসল গ্রুপ না। তারা শুধু পাহারাদার। তবে যোগাযোগের মধ্য দিয়ে একটি ভাল ফল বয়ে আনবে বলে মনে করি।

কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, জলদস্যুরা যোগাযোগ করেছে। তারা সবে মাত্র যোগাযোগ শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

গত ১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ জাহাজকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় সোমালিয়ার জলদস্যুরা। এরপর এটি ২৩ জন নাবিকসহ সোমালিয়ার উপকুলে নোঙর করে আছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ