পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

সচিব পদে আসছে পদোন্নতি ও রদবদল

ছয় দফা নিউজ ডেস্ক:
সচিব পদে পদোন্নতি ও বর্তমান সচিবদের মধ্যে রদবদল আসছে। স্মার্ট বাংলাদেশের সেøাগানের সঙ্গে সঙ্গতি রেখে যারা চলতে সক্ষম তাদের সচিব পদোন্নতির চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিব পদে কাজ করছেন তাদেরও রদবদলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র।

সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের ইশতেহারে স্মার্ট বাংলাদেশ গড়ার কথা বলেছেন। সে অনুযায়ী সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মন্ত্রীদের সঙ্গে সচিবদের সমান তালে কাজ করতে হবে। বর্তমান বেশ কয়েকজন সচিব রয়েছেন তারা স্মাট বিনির্মাণে কাজ করতে পারবেন বলে মনে করছে সর্বোচ্চ মহল। আবার অনেকের পক্ষে সম্ভব হবে কি না তা নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে। এ কারণে সরকার বেশ কয়েকজন তুখোড়, উদ্ভাবনী শক্তির যোগ্যতাসম্পন্ন, সৎ ও দক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাকে সচিব পর্যায়ে পদোন্নতি দেওয়ার চিন্তাভাবনা করছে।

এ ছাড়া নারীর ক্ষমতায়নে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এবার বেশ কয়েকজন নারী অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগাতে চান। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত সৈয়দা সালমা জাফরিন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নূরজাহান বেগম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খাতুনসহ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন। এ ছাড়াও বেশ কয়েকজন পুরুষ অতিরিক্ত সচিবের নামও শোনা যাচ্ছে। নারী কর্মকর্তা হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে দুয়েকজনের পারফরমেন্স অত্যন্ত চমৎকার বলেই সরকারের বিবেচনায় রয়েছে।

এদিকে চলতি বছর বেশ কয়েকজন সচিব অবসরকালীন ছুটিতে যাবেন। এর মধ্যে শিগগির যাবেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব। এরপর পর্যায়ক্রমে পরিকল্পনা বিভাগ, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব অবসরকালীন ছুটিতে চলে যাবেন। তবে প্রধানমন্ত্রী ইচ্ছে করলে আবার কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারেন। আবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব রদবদল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ