পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

জাতীয় নির্বাচনে আগাম ভোট দিলেন রাষ্ট্রপতি

ছয় দফা নিউজ ডেস্ক:
পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম ভোট দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে গোপন ব্যালটে এই ভোট প্রদান করেন তিনি।
বঙ্গভবনে সংশ্লিষ্ট সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার পাঠানো, পোস্টাল ব্যালটে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে তার সহধর্মিনী ভোট দেন। পরে গণমাধ্যম কর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে তাঁর জন্য যেভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, ভোটের দিনে তা সাধারণ ভোটারদের বিঘ্ন ঘটাতে পারে। এছাড়া, সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক হিসেবেও ভোটের সময় বঙ্গভবনে অবস্থান করা জরুরি মনে করেন তিনি।

এ সময়, ৭ জানুয়ারি নির্বাচন ও ভোট উৎসবে অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানান রাষ্ট্রপতি।

আইন অনুযায়ী, ভোটের দিন নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ রয়েছে। এই আইন অনুসারে শারীরিকভাবে সরাসরি ভোটপ্রদানে অসমর্থ ব্যক্তি, প্রবাসী এবং ভোটের দিন কেন্দ্রে যেতে পারবেন না এমন যে কেউ ডাকযোগে ব্যালট পেপার সংগ্রহ ও প্রেরণ করে ভোটে অংশ নিতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে আবেদন করতে হয়।

তথ্যসূত্রঃএখন টিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ