ছয় দফা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক ও অংশীদারিত্ব আরও গভীর করতে চায়, কারণ তারা একসঙ্গে কাজ করার জন্য বেশ কয়েকটি ক্ষেত্রে দৃষ্টি রাখছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গত বছর বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি এবং অবশ্যই এটি এমন একটি দেশ যার সঙ্গে আমরা আমাদের সম্পর্ক ও অংশীদারিত্বকে আরও গভীর করতে চাই।
তিনি বলেন, বাণিজ্য, জলবায়ু ক্ষেত্রে সহযোগিতা, নিরাপত্তার ক্ষেত্র এবং যেখানে সেই সম্ভাবনা বিদ্যমানসহ বেশ কয়েকটি ক্ষেত্র অব্যাহত রয়েছে।
প্যাটেল বলেন, তারা কোনো দেশে নির্দিষ্ট কোনো সরকার, রাজনৈতিক দল বা প্রার্থীকে সমর্থন করে না।
তিনি আরও বলেন, যেসব এলাকায় নির্বাচন চলছে, সেখানে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে- জনগণের ইচ্ছাকে সম্মান করা ওই নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়।