পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

৩৫০০ কর্মী ছাঁটাই করবে জার্মানির ডয়চে ব্যাংক

ছয় দফা নিউজ ডেস্ক: চলতি বছরের শেষ নাগাদ ৩ হাজার ৫০০ জন কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে জার্মানির ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক। সম্প্রতি সুদহার বৃদ্ধি পাওয়ায় ইউরোপের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তাদের বাণিজ্যিক চুক্তি হ্রাস পাচ্ছে বলে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে জার্মান ব্যাংকটি।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েক বছরে যুক্তরাজ্যের লন্ডন এবং বার্মিংহামে প্রায় ৭ হাজার কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী এই ব্যাংকের কর্মীর সংখ্যা প্রায় ৯০ হাজার। সম্প্রতি যুক্তরাজ্যের ব্যাংকিং খাতের আরেক বৃহৎ প্রতিষ্ঠান নুমিসে বিনিয়োগ বাড়িয়েছে এই ব্যাংক। তবে এক্ষেত্রে কর্মী ছাঁটাইয়ের এ ঘোষণা যুক্তরাজ্যে প্রভাব ফেলবে কিনা তা নিশ্চিত করেনি তারা।

সাম্প্রতিক এই ঘোষণার ফলে বোঝা যায় গ্রাহকমূখী কোনে কর্মকর্তা এ ছাঁটাইয়ের আওতায় থাকবে না। অন্যদিকে বাণিজ্যিক খাতে ব্যাংকের বিনিয়োগ কমিয়ে ছাঁটাইয়ের এ ঘোষণায় কর্মীদের বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

জার্মানির শেয়ার বাজারে দর পতন হওয়ায় প্রতিষ্ঠানটির রাজস্ব সংকুচিত হয়েছে। ফলে বড় বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে নিজেদের ধরে রাখতে এমন সদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এর আগে গত বছর যুক্তরাজ্যের বৃহৎ আরেক আর্থিক ব্যাংকিং প্রতিষ্ঠান বার্কলেস ব্যাংক বিশ্বব্যাপী প্রায় ৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

তথ্যসূত্রঃবণিক বার্তা

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ