পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

নির্বাচনী প্রতীক ক্রিকেট ব্যাট হারাল ইমরানের দল

ছয় দফা নিউজ ডেস্ক: পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) তাদের ঐতিহ্যবাহী ক্রিকেট ব্যাট প্রতীক পাচ্ছে না। এ বিষয়ে দলটির করা এক আপিলের শুনানির পর এ সিদ্ধান্ত দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় রাতে প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা এ রায় দেন।

আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনী প্রতীক হারানোর পর এক প্রকার চ্যালেঞ্জের মুখেই পড়ল দলটি। এখন দলটির প্রার্থীদের স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। এতে ভোটাররা বিভ্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, ‘এটি এখন পর্যন্ত সবচেয়ে খারাপ সিদ্ধান্ত, যা লাখ লাখ ভোটারকে প্রভাবিত করতে পারে।’

দলটির বর্তমান চেয়ারম্যান গওহর খান ঘোষণা দিয়েছেন, তাদের দলের প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে।

এর আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের রায়কেই বহাল রাখে।

দুর্নীতির মামলায় সাজা হওয়ায় ইমরান খান পাকিস্তানের আদিয়ালা কারাগারে বন্দি। সাজার কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য।

তথ্যসূত্রঃটিবিএস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ