পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, নভেম্বর ৬, ২০২৪

লন্ডনে ১০ বছর পর জেমস

ছয় দফা নিউজ ডেস্ক: নগর বাউল জেমস দীর্ঘ ১০ বছর পর কনসার্ট করতে যাচ্ছেন লন্ডনে। আগামী ৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে ও ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, এক দশক পর লন্ডনে কনসার্ট করতে যাচ্ছেন জেমস। বর্তমানে দেশটিতে অবস্থান করছেন তারা। সব ঠিক থাকলে আগামী ১১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তিনি। আর ১৫ তারিখ দেশের একটি কনসার্টে গাইবেন জেমস।

রবিন বলেন, আগামী ৭ ও ১০ ডিসেম্বর লন্ডন এবং বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এই কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে একধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করি, জমজমাট একটি আয়োজন হবে।

কনসার্টে অংশ নেওয়ার জন্য রোববার (৩ ডিসেম্বর) সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জেমস ও তার দল।

তথ্যসূত্রঃআরটিভি অনলাইন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ