পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, নভেম্বর ১১, ২০২৪

যে কারণে তাজউদ্দীনকে নিয়ে গাইলেন সায়ান

ছয় দফা নিউজ ডেস্ক:
দেশের স্বাধীনতা সংগ্রামে যে কয়জন নেতার ভূমিকা অসামান্য, অবিস্মরণীয়, তাদের একজন তাজউদ্দীন আহমদ। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ৩ নভেম্বর নৃশংসভাবে হত্যার শিকার হন এই নন্দিত নেতা। যদিও রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিমণ্ডলে তাকে ঘিরে এখন আর খুব একটা চর্চা দেখা যায় না।

এই অপূর্ণতার আক্ষেপ থেকেই একটি গান বেঁধেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। শুক্রবার (৩ নভেম্বর) তাজউদ্দীনের প্রয়াণ দিবসে এটি শিল্পীর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

বরাবরের মতো এই গানের কথা লিখেছেন ও সুর করেছেন সায়ান নিজেই। সংগীতায়োজনে শুভ সুলতান। আর এর লিরিক্যাল ভিডিও বানিয়েছেন সৌখিন ও সানি।

এই প্রথম কোনও একজন ব্যক্তিকে কেন্দ্র করে গান বেঁধেছেন সায়ান। তার ভাষ্য, ‘একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোনও গান এই পর্যন্ত আমি করিনি। পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন, তাদের নিয়ে চাইলে গান তো গাওয়াই যায়। তবে আমি যে মানুষগুলোকে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের নিয়ে গান বাঁধা হয় না। তাদের মনে ধারণ করার চেষ্টা করি, তাদের আদর্শ লালনের চেষ্টা করি।’

তাহলে কথা-সুরে তাজউদ্দীনের বন্দনা করলেন কেন? পরিষ্কার করলেন সেটিও। সায়ানের বক্তব্য, ‘তিনি অত্যন্ত অপ্রচারিত একজন মানুষ। তিনি যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, সেই তুলনায় তার নামটা অন্তত স্মরণ করবো, এই কাজটাও আমরা করতে পারিনি। তাজউদ্দীন যে মাপের মানুষ, তাকে স্মরণের ক্ষেত্রে আমরা আসলে নিজেদের প্রতিও সুবিচার করিনি। সেই জায়গা থেকেই মনে হয়েছে, এই মানুষটিকে নিয়ে একটি গান গেয়ে নিজেকে খানিকটা শান্তি দিতে চাই।’

‘তোমাকে হয়তো লোকে ভুলে গেছে তাজউদ্দীন, আমার পক্ষ থেকে স্বীকার করতে চাই এই ঋণ’; কিংবা ‘বলতেই পারো তুমি অনেক দেরিতে এই আসা, আমার এই গানে নিও বাংলাদেশের ভালোবাসা’- এমন অনবদ্য কথায় সাজানো গানটি প্রকাশের পর থেকেই পাচ্ছে প্রশংসা।

তবে সায়ানের প্রত্যাশা, তার গানটি শোনার পাশাপাশি তাজউদ্দীনকে নিয়ে এই প্রজন্ম যেন চর্চা করে। তার জীবন ও রাজনৈতিক ইতিহাস যেন কিছুটা হলেও জেনে নেয়। এ জন্য কিছু বই ও তথ্যচিত্রের সন্ধানও দিয়েছেন এই সংগীতযোদ্ধা।

তথ্যসূত্রঃবাংলাট্রিবিউন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ