পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

বাংলাদেশ-শ্রীলঙ্কা দিল্লি জয়ের ম্যাচ আজ

ছয় দফা নিউজ ডেস্ক:
দিল্লির দূষণ, বাংলাদেশ ও শ্রীলঙ্কা যেন একই সমতলে। চলতি বিশ্বকাপে দুটো দলই যেন দূষণের আঁধারে ঢাকা। গত কয়েকটা দিন দিল্লির দূষণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। দূষণের আঁধারে ঢাকা দিল্লিতে জনজীবন জবুথবু। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এদিকে আঁধারে ঢাকা বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুদলেরই বিশ্বকাপ শেষ। এমনি অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল। সোমবার দিল্লি জয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য।

বাংলাদেশের জন্য পরিস্থিতি খুবই নাজুক। কেননা আজ হারলেই, শেষ হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগও। কেননা আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে, পেছনে ফেলতে হবে কমপক্ষে দুটো দলকে। ৭ খেলায় এখন পর্যন্ত বাংলাদেশের ঝুলিতে মোটে ২ পয়েন্ট। আর সমান ম্যাচে লঙ্কানদের সংগ্রহ ৪ পয়েন্ট। রবিন লিগে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়া। লঙ্কানরা আজকের ম্যাচ হারলেও নিজেদের শেষ ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে টানা চার ম্যাচ হারা নিউজিল্যান্ডকে।

চলতি আসরে সাকিব আল হাসানদের পারফরম্যান্স বিশ্বকাপের মানের সঙ্গে খুবই বেমানান। টাইগাররা বিধ্বস্ত, বিপর্যস্ত।আত্মবিশ্বাস তলানিতে। এ অবস্থায় দিল্লি জয়ের চ্যালেঞ্জে সাকবিরা কতটা কী করতে পারবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছেই। তবে তারপরও আশাবাদী টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়া খুবই সম্ভব। কেননা আমরা এখনও ভালো দল। এটা ঠিক যে নিজেদের সেরাটা এখনও খেলতে পারিনি। সেরাটা খেলতে পারলে জয়ের আশা করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা খেলতে পারব, বলেই আমাদের বিশ্বাস।

এদিকে আজকের ম্যাচে সাকিবদের হারানোর ব্যাপারে প্রত্যয়ী লঙ্কান শিবিরও। দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক কুশল মেন্ডিসের কথায়, বাংলাদেশকে আমরা খুব ভালোভাবে জানি। অতীতেও এ রকম হয়েছে যে, এক ম্যাচে বাজে খেলে আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি। আগামীকালের (আজ) ম্যাচে জিততে পারব এই বিশ্বাস আমাদের আছে।

নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৭ রানে অলরাউট হয়েছে লঙ্কানরা। ম্যাচে তাদের হার ৩০২ রানের ব্যবধানে। নিজেদের সর্বশেষ ম্যাচে সাকিব বাহিনী পাকিস্তানের বিপক্ষে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের বিশ্বকাপ রেকর্ড খুবই সমৃদ্ধ। বিশ্বকাপে তিনবারের দেখায় প্রতিবার টাইগারদের হারিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ তিন ম্যাচেই হাথুরুর শিষ্যদের হারিয়েছে লঙ্কানরা।

দিল্লির দূষণকে পেছনে ফেলে কোন দল চ্যাম্পিয়ন্স ট্রফির আলোয় ফিরতে পারে সেটাই এখন দেখার ব্যাপার।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ