পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই : ইসি আলমগীর

ছয় দফা নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই বলে জানিয়েছন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। নির্বাচন বিষয়ে বিদেশিরা চাপ দেওয়ার অধিকারও রাখে না বলে জানান এই কমিশনার।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। চাপ দেওয়ার কোনো অধিকারও বিদেশিদের নেই। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা (বিদেশি) জানতে চায় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্যক্রমের মাধ্যমে বুঝতে চায়, একটি ভালো নির্বাচন করার যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা আমরা নিয়েছি কি না।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। যথাসময়েই নির্বাচন হবে।’

এর আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ইসি আলমগীর জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমান, পুলিশ সুপার কামরুজ্জামান, ৩৫ বিজিবির অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ