পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

ছয় দফা নিউজ ডেস্ক:
চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৬ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে প্রায় ৭ পয়েন্ট। এ দিন বাজারে ডিএসই ও সিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে, আজ ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির। ডিএসইতে ৫২৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে গতকালের তুলনায় ৬৮ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা গতকাল ডিএসইতে ৪৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়ে ৭ পয়েন্ট ১৮ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল লেনদেন হয়েছে ১০ কোটি টাকা।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ