পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

গাইবান্ধায় কলা ব্যবসায়ী হত্যায় বাবা-ছেলে গ্রেফতার

ছয় দফা নিউজ ডেস্ক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে কলা ব্যবসায়ী লেবু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযোগে বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (রোববার) রাতে মৃত লেবু মিয়ার পুত্র নাইম রহমান বাদী হয়ে গ্রেফতার হওয়া ওই দুজনসহ মোট ৪ জনের নামে মামলা দায়ের করলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আলিমুদ্দীন ও তার পুত্র আলমগীরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- গুমানিগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের মো. আলিমুদ্দীন (৫৫) এবং তার ছেলে আলমগীর হোসেন (৩০) ।

প্রাথমিক তদন্তে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনা অন্যখাতে প্রবাহিত করতে হাট থেকে ফেরার পথে ডাকাতি হিসেবে চালিয়ে দেয়ার জন্য রাতের আঁধারে তারা হামলা করে বলে পুলিশ জানায়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খুব অল্প সময়ের মধ্যে মামলার ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। খুব দ্রুত বাকীদেরও গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, গত শনিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর-ফুলপুকুরিয়া সড়কের গুমানিগঞ্জ ইউনিয়নের জীবনপুর এলাকায় দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে লেবু মিয়াকে গলা কেটে হত্যা করে। এসময় শাহ আলম (৪৫) নামের অপর ব্যবসায়ী আহত হন। নিহত লেবু মিয়া উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর জঙ্গলমারা গ্রামের আবুল হোসেনের ছেলে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ