নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামীলীগ তিনটিতে এবং দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে (জাপা) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসন দু’টি ছেড়ে দিয়ে তাঁদের (নৌকা) প্রার্থীদের প্রত্যাহার করে নেয়। এ আসন দুটিতে জাপা (লাঙ্গল) প্রার্থীদেও হার মেনে নিতে হয়েছে।
গত রোববার (০৭ জানুয়ারি) রাতে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি)। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট।
গাইবান্ধা-২ (সদর) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহ্ সারোয়ার কবির (ট্রাক) ভোট পেয়েছেন ৬৪ হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল হক সরকার (ঈগল) পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের আবুল কালাম আজাদ (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ১৭৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ২৭ হাজার ৪৫৩ ভোট।
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান (নৌকা) ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। ভোট কাস্ট হয়েছেন ৩৮.০৭ ভাগ।