পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

গাইবান্ধায় আ’লীগের ছেড়ে দেয়া দুই আসনে জাপার হার, তিনটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্র জয়ী

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে আওয়ামীলীগ তিনটিতে এবং দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টিকে (জাপা) গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-২ (সদর) আসন দু’টি ছেড়ে দিয়ে তাঁদের (নৌকা) প্রার্থীদের প্রত্যাহার করে নেয়। এ আসন দুটিতে জাপা (লাঙ্গল) প্রার্থীদেও হার মেনে নিতে হয়েছে।

গত রোববার (০৭ জানুয়ারি) রাতে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে রয়েছেন- গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি)। তিনি পেয়েছেন ৬৬ হাজার ৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৪৩ হাজার ৪৮৯ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শাহ্ সারোয়ার কবির (ট্রাক) ভোট পেয়েছেন ৬৪ হাজার ১৯০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ সরকার (লাঙ্গল) পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী উম্মে কুলসুম স্মৃতি (নৌকা) ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মফিজুল হক সরকার (ঈগল) পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের আবুল কালাম আজাদ (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ১ হাজার ১৭৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক) পেয়েছেন ২৭ হাজার ৪৫৩ ভোট।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান (নৌকা) ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী (ট্রাক) পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। ভোট কাস্ট হয়েছেন ৩৮.০৭ ভাগ।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ