নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
যেখানে-সেখানে মূত্র বিসর্জন রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধায় এক ব্যতিক্রমী র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে র্যালিটি বের হয়।
র্যালি থেকে জনসাধারনকে রেলওয়ে স্টেশনের আশেপাশে যেখানে-সেখানে মূত্র বিসর্জন না করার অনুরোধ জানানো হয় এবং শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা নিজ দায়িত্বে সবাইকে পরিচ্ছন্ন রাখার আহ্বানে প্রচার-প্রচারণা চালানো হয়। ‘কাউয়া চত্বর ব্যাংকার্স ফোরাম’ এই কর্মসূচির আয়োজন করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো. কামরুজ্জামান, নাইমুল ইসলাম নিশাত, ফেরদৌস কবির, রকিবুল ইসলাম পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, বেঁচে থাকার তাগিদে সকল মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। চলাফেরা এবং মানুষের বসবাস এলাকায় যেখানে-সেখানে মূত্র বিসর্জন করা থেকে বিরত থাকতে হবে । স্টেশনের প্লাটফরম মানুষের নিয়মিত ব্যবহার উপযোগী করতে হবে। নিজের বিবেককে নিজেরাই জাগ্রত করে ‘সবাই মিলে শহরটা পরিষ্কার রাখার’ আহ্বান জানান তারা।