পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, জুলাই ২৭, ২০২৪

পাকিস্তানে বোমা হামলায় ১৪ সেনার মৃত্যু

ছয় দফা নিউজ ডেস্ক:
পাকিস্তানে একটি সামরিক বহরে বোমা হামলায় ১৪ জন সেনার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে।

বেলুচিস্তান প্রদেশের জেষ্ঠ্য সরকারি কর্মকর্তা সাইদ আহমেদ উমরানি এএফপিকে বলেন, উপকূলীয় অঞ্চল পাসনির মহাসড়কে সামরিক বহরে এ হামলার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, হামলায় ১৪ জন সেনার মৃত্যু হয়েছে।

প্রায় এক দশক ধরে পাকিস্তানের বেলুচিস্তানে স্থানীয় বেলুচ গেরিলা যোদ্ধারা সরকারের বিরুদ্ধে লড়ছে। তাদের অভিযোগ, প্রদেশের খনিজ সম্পদ দেশটির সরকার শোষণ করছে। প্রদেশের মানুষ এর ন্যায্য হিস্যা পাচ্ছে না। এরই মধ্যে প্রদেশটিতে কয়েকটি বিচ্ছিন্নবাদী সংগঠন গড়ে উঠেছে।

এর একদিন আগে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দেরা ঈসমাইল খান শহরে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। আফগানিস্তান সীমান্তবর্তী শহরটিতে মাসখানেক ধরে জঙ্গী সদস্যরা মাথা চাড়া দিয়ে উঠেছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ