পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

হরতালে গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে জেলা সদরে ৫ জন, সাদুল্লাপুর উপজেলায় ৩ জন ও পলাশবাড়ী উপজেলা থেকে ১ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ডিবি রোড, পলাশবাড়ী পৌর শহর ও সাদুল্লাপুর উপজেলার উত্তর কাজীবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শফিকুর রহমান খোকা, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আব্দুর রউফ ও শহর বিএনপির নেতা আব্দুস সাত্তার হিল্লোহ।

সাদুল্লাপুর থানায় আটক ৩ জন হলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান ছামছুল, থানা জামায়াতের পরিচালক ও রসুলপুর ইউনিয়ন জামায়াতের আমির সাফিউজ্জামান সুমন এবং থানা জামায়াতের অর্থ সম্পাদক শফিকুল আজম। এছাড়া পলাশবাড়ী থানায় আটক হয়েছেন পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম রেজা।

আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, হরতালের সমর্থনে শহরের কাচারী বাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতকার্মীরা। পরে সেখান থেকে বিএনপি ও যুবদলের ৫ নেতাকে আটক করা হয়। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এছাড়া সাদুল্লাপুরে বিএনপি ও জামায়াতের তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, উপজেলা বিএনপির আহবায়ক সামছুল হাসান তার নিজ বাড়িতে বসে জামায়াতের দুই নেতাকে নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় গোপন খবরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ