পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

গাইবান্ধায় শেখ রাসেল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধায় বর্ণাঢ্য র‌্যালি, শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বেলুন উড়ানো ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, বিভিন্ন বিভাগীয় দপ্তরের প্রধানরা সহ সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। পরে হুইপ ও জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে ডিবি রোড হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

181023 014 খে রাসেলB

এ উপলক্ষে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।

এসময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) মো. মওদুদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা। এর আগে কেন্দ্রীয় কর্মসূচি সরাসরি প্রদর্শন করা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

181023 014 খে রাসেলC

অন্যদিকে দিবসটি উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরের অস্থায়ী বেদিতে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক ও যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মো. মতলুবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, জেলা পরিষদ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, কেক কর্তন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ