নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় জামায়াত-শিবিরের হামলায় আওয়ামী লীগ নেতা শাহ্ মো. রেজাউন্নবী পিযুষ গুরুতর আহত হয়েছেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পিযুষ বাংলাদেশ আওয়ামী লীগ মালিবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি। এ হামলায় অন্তত আরও চারজন আহত হন। পরে পুলিশ এক জামায়াতকর্মীকে আটক করে। রোববার (০৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফযরের নামাজ শেষে মালিবাড়ীতে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চৌরাস্তা বাজার এলাকায় এলে সেখানে আওয়ামী লীগ নেতা শাহ্ মো. রেজাউন্নবী পিযুষ মিছিলের সামনে পড়ে যান। এ সময় জামায়াত কর্মীরা তার সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং তারা লোহার রড ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে পিযুষের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধারে এগিয়ে এলে আরও চার আওয়ামী লীগ কর্মী হামলার শিকার হন।
হামলায় শিকার আওয়ামী লীগ কর্মীরা হলেন- নজরুল ইসলামের ছেলে মো. সাদ্দাম, আব্দুল মান্নানের ছেলে মো. এরশাদ মিয়া, মালিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি গোফ্ফার ব্যাপারীর ছেলে মো. রেজাউল করিম ও মৃত. আফাজউদ্দিনের ছেলে মো. আকবর আলী। তারা সবাই মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার বাসিন্দা।
এদিকে জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনির নেতৃত্বে রোববার বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মালিবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তা বাজারে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে হুইপ গিনি ছাড়াও গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মহিবুল হক মোহন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ বক্তব্য দেন।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, জামায়াত-শিবিরের হামলায় আওয়ামী লীগ নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. সাইফুল ইসলাম নামে এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে। সাইফুল সদরের কচুয়ার খামার এলাকার মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।