পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, অক্টোবর ২১, ২০২৪

ফুলছড়িতে বিনামূল্যে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, (ফুলছড়ি) গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়িতে ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহযোগিতায় গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সদস্য মকবুল হোসেন, সিইএ মতিয়ার রহমান প্রমুখ।

আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে ১ দিন করে নির্দ্দিষ্ট ক্যাম্পে বিনামূল্যে ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে।

১০ দিনব্যাপি পরিচালিত পিপিআর ভ্যাক্সিনেশন কার্যক্রমে এ উপজেলার ৪২ হাজার ছাগল ভেড়ার পিপিআর ভ্যাকশিন প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ