পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

‘প্রধানমন্ত্রীর উদ্দেশ্য এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা’ -হুইপ গিনি

নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা:
জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে প্রত্যেকটি শিশুর শিক্ষা নিশ্চিত হয়েছে। একটা সময় দেশে অভাব ছিল তখন অনেকেই শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল। কিন্ত সেই দিন আর নেই। এখন প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্য এই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরে কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মা সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়ে থাকেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুইপ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, তাই আগামীতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ স্কুলসহ দেশের নাম উজ্জল করার আহবান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ফজলে করীম নান্টু।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, আসিফ সরকারসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ