পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

গাইবান্ধায় আগুনে পুড়লো ১০ দোকান

নিজস্ব প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের একটি বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্ববর) রাত পৌনে ২ টার দিকে গোবিন্দগঞ্জ মাছের বাজার সংলগ্ন কামারপট্টিতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে বাজারের চালের দোকান, মনোহারি, জুতা, ঔষুধের দোকানসহ বিভিন্ন দোকানের মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থরা হলেন, বজলু মিয়া, শাহারুল ইসলাম, লিটন কবিরাজ, মো: জাহিদুল ইসলাম, মাসুদ রানা,গোলাম হোসেন, শ্রী সুজন চন্দ্র বর্মন, শ্রী মিতু কর্মকার , শ্রী দিলিপ কর্মকার, শ্রী অরুন কর্মকার।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বজলু মিয়ার দাবি, দোকান থেকে কিছুই বের করতে পারি নাই। সবই পুড়ে গেছে। আগুন লাগার ঘটনায় এসব দোকানের অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুড়ে যাওয়া দোকানের মালিক শাহারুল ইসলামের ভাষ্য, দোকানে বিভিন্ন প্রকার চাল ছাড়াও মনোহারী সামগ্রী ছিল। তাঁর দাবি আগুনে তাদের দোকানের প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) আরিফ আনোয়ার জানান, রাত ১ টা ৪৫ মিনিটে খবর পেয়ে ১ টা ৪৯ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন পুরাপরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে এ আগুন লেগেছে। বাজারের ১০টি টিনসেড দোকান পুড়ে গেছে। তবে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে। আশেপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে।

গোবিন্দগঞ্জের পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, রাতে স্থানীয় এক ব্যবসায়ী তাঁকে মুঠোফোনে খবর দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ১০ থেকে ১২টা দোকান পুড়ে গেছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ