পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
সোমবার, অক্টোবর ২১, ২০২৪

আজ পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া

ছয় দফা নিউজ ডেস্ক:
দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসেছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তান। নিজেদের ফেরার ম্যাচে ঘুরে দাঁড়ানো অজিদের মুখোমুখি হচ্ছে বাবর আজম ব্রিগেড। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেমিফাইনালের সম্ভাবনা ধরে রাখার লড়াইয়ে নামছে এই দুই ক্রিকেট শক্তি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

বিশ্বকাপে দিনকে দিনই পাকিস্তানের গ্রাফটা নিম্নমুখী। সবশেষ দুটো আসরে সেমির নাগাল পায়নি আনপ্রেডিক্টেবল খ্যাত দলটি। বিশ্বকাপের সবচেয়ে সফল দল হলেও সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ারও। গত আসরে ফাইনালে উঠতে পারেনি তারা। একটা সময় উপমহাদেশের কন্ডিশনে অজিদের রেকর্ড ছিল ঈর্ষণীয়। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। এর আগে ২০১১ সালে উপমহাদেশের সবশেষ আয়োজনে সেমির আগেই বিদায়ঘণ্টা বেজে যায় তাদের। অস্ট্রেলিয়া তাদের প্রথম বিশ^কাপ ট্রফি জেতে উপমহাদেশ থেকেই। ১৯৮৭ সালে সবাইকে চমকে দিয়ে শিরোপা উৎসব করেছিল অজিরা। ১৯৯৬ সালে উপমহাদেশের আসরে ফাইনালে উঠেছিল তারা।

সেমির রেসে থাকার জন্য এবার চ্যালেঞ্জের মুখে অজিরা। তিন ম্যাচ থেকে তাদের জয় মোটে একটি। সমান ম্যাচে অবশ্য পাকিস্তানের জয় দুটি। চলতি আসরে দুটো দলের মধ্যেই সদৃশ্য বেশ লক্ষণীয়। এই দুই দলই হেরেছে ভারতের কাছে। আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে দুদলই।

তাপ ছড়ানো ম্যাচের আগে জ¦রের হানা পাকিস্তান শিবিরে। দলটির প্রধান স্ট্রাইক বোলার শাহিন শাহ আফ্রিদি ছাড়াও আরও চারজন জ¦রে আক্রান্ত। জ¦রে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ান আবদুল্লাহ শফিক। তবে আজকের ম্যাচে শাহিন খেলতে পারেন বলে আশা করছে পাকিস্তান ম্যানেজমেন্ট। পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় জ¦রে আক্রান্ত। তবে সবাই মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। অজি বধে আফ্রিদির আগুনে বোলিং পাকিস্তানের জন্য ভীষণ জরুরি।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার রেকর্ড দুর্দান্ত। ৩৪ জয়ের বিপরীতে অজিদের জয় ৬৯ ম্যাচে। বিশ্বকাপ দ্বৈরথের এগিয়ে অস্ট্রেলিয়া। দুদলের ১০ দেখায় পাকিস্তানের ৪ জয়ের বিপরীতে অজিদের জয় ৬ ম্যাচে। কিন্তু যখন প্রতিপক্ষ দলটি পাকিস্তান তখন এসব হিসাব অচল।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ