পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ডি মারিয়া

ছয় দফা নিউজ ডেস্ক:
লম্বা ক্যারিয়ারে আর্জেন্টিনার বহু অর্জনের সাক্ষী ও বিশ্বকাপ জয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। জাতীয় দলের জার্সিতে প্রায় সব ধরনের ট্রফিই ছুঁয়ে দেখেছেন। এমন পূর্ণ এক ক্যারিয়ারেরই এবার সিদ্ধান্ত নিয়েছেন বুট জোড়া তুলে রাখার। ২০২৪ সালের কোপা আমেরিকা দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এই মহারথী। ফলে আর মাত্র মাস কয়েক জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে।

কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা এ ফুটবলার জাতীয় দলের হয়ে বড় তিনটি শিরোপা জয়ের কৃতিত্ব নিজের করে নিয়েছের। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ১২০ মিনিটে জয় সূচক গোলটি করেছিলেন। এতে ৩৬ বছর থেকে অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের সাদ পায় সাদা-আকাশি জার্সিধারীরা। আর্জেন্টিনার জার্সি গায়ে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ও ২০২২ সালে ফাইনালিসিমায় ইতালির বিপক্ষে জয়সূচক গোল করেছিলেন।

ইএসপিএন আর্জেন্টিনার বরাত দিয়ে ‘অল অ্যাবাউট আর্জেন্টিনা’ নামক ফুটবল বিষয়ক একটি ভেরিফাইড ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে এমন ঘোষণা আসে। সদ্য পাওয়া লিখে সেখানে তারা উল্লেখ করা হয়, ‘২০২৪ কোপা আমেরিকার পর অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিবেন।’

আর্জেন্টিনার হয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া ১৩২ ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। আর অ্যাসিস্ট করেছেন ২৭টি। তিনি সময়ের সেরা দুই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে খেলেছেন। রোনালদোর সঙ্গে রিয়ালে তিনি ১৬৬ ম্যাচ খেলে গোল করেন ২৮টি। অন্যদিকে মেসির সঙ্গে ১৩৪ ম্যাচ খেলে গোল করেন ১৫টি।

তথ্যসূত্রঃদৈনিক বাংলা

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ