পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশি আম্পায়ার

ছয় দফা নিউজ ডেস্ক:
ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম সংস্করণে এসে প্রথমবারের মতো আম্পয়ারিং করার সুযোগ পেয়েছেন বাংলাদেশি কেউ। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে সাবেক ক্রিকেটার ও আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

বর্তমানে আইসিসির উদীয়মান আম্পায়ার প্যানেলের একজন সদস্য সৈকত। আগামী ৫ অক্টোবর শুরু হতে যাওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই দায়িত্ব পালন করবেন তিনি। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করবেন চতুর্থ আম্পায়ার হিসেবে। অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পল উইলসন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিসি আম্পায়ারদের এমিরেটস এলিট প্যানেলের ১২ জন এবং আইসিসি উদীয়মান আম্পায়ার প্যানেলের চার সদস্যসহ মোট ষোলজন আম্পায়ার টুর্নামেন্টের ১৩ তম সংস্করণে দায়িত্ব পালন করবেন, তারা হলেন: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাইস ইরাসমাস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নিতিন মেনন, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শাইদ, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং পল উইলসন।

উল্লেখ্য, এক সময়ের বাঁহাতি এই স্পিনার ক্রিকেট ছেড়ে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের শীর্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের আম্পায়ারদের মধ্যে সর্বোচ্চ ৯ টেস্ট, দ্বিতীয় সর্বোচ্চ ৫২ ওয়ানডে ও সর্বোচ্চ ৪৩ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ