পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা

ছয় দফা নিউজ ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ সফরে দু’টি টেস্ট এবং পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল সফরকারী জিম্বাবুয়ে দলের। কিন্তু দুই ক্রিকেট বোর্ডের সম্মতিতে টেস্ট দু’টি ২০২৫ সাল পর্যš স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘যেহেতু আমরা এই বছর একটানা ক্রিকেটের মধ্যে ছিলাম এবং জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় শুধুমাত্র টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন টেস্ট সিরিজ খেলছি না। আগামী বছর দুই ম্যাচের নির্ধারিত টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।’
আজ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।
২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৩, ৫ ও ৭ মে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ