পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

এশিয়া কাপ: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ছয় দফা নিউজ ডেস্ক:
এশিয়া কাপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে টাইগারদের জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।

আজ (শনিবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হয়েছে।

টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব বলেন, ‘আমাদের জন্য এটা অবশ্য জিততে হবে। পাকিস্তানের তুলনায় কন্ডিশন একটু ভিন্ন হবে কাজেই আমাদের মানিয়ে নিতে হবে। আমরা একজন বাড়তি বোলার নিয়ে খেলছি। নাসুম খেলবে আফিফের জায়গায়।’

অন্যদিকে, টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া শ্রীলঙ্কা কাপ্তান দাসুন শানাকা জানিয়েছে, টস জিতলে আগে ব্যাটিংই বেছে নিতেন তিনি। বলেন, টস জিতলেও তিনি ব্যাট করার সিদ্ধান্ত নিতেন, হারলেও তাই ক্ষতি হয়নি।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশানকা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, দুনিথা ওয়েলেগেলে, মাহেশ থিকসেনা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

তথ্যসূত্রঃদৈনিক বাংলা

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ