পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু বাংলাদেশের

ছয় দফা নিউজ ডেস্ক:
প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৭ উইকেটের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করল লিটনরা। ৪২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তানজিদ তামিম ও লিটন দাসের পর ফিফটি হাঁকিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬৭* রানের হার না মানা খেলেন তারকা এ অলরাউন্ডার। আর ৩৫* রানে অপরাজিত থেকে যান মুশফিকুর রহিম।

সেঞ্চুরি মিস তানজিদ তামিমের
হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে এগিয়ে যাচ্ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু দুর্ভাগ্য। জাদুকরী তিন অঙ্ক ছোঁয়া হয়নি এ তরুণ ওপেনারের। ৮৪ রানের দুরন্ত এক ইনিংস খেলেই ফিরে গেছেন তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ফিফটি করে লিটন ফিরলেন, সেঞ্চুরির পথে তানজিদ তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ। লিটন দাস (৬১) ফিফটি হাঁকিয়ে ফিরলেও হাফসেঞ্চুরিকে জাদুকরী তিন অঙ্কে রূপ দিতে ব্যাট হাতে এখনো লড়াই করে যাচ্ছেন তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম (৭৪*)। দুই ওপেনারের ফিফটির সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৬৪
শুরুতেই দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স উপহার দেয় শ্রীলঙ্কা। ফিফটি হাঁকিয়ে পাথুম নিসানকা ও ধনাঞ্জয়া ডি সিলভা দেন রানের পাহাড় গড়ার আভাস। তবে মেহেদি হাসানের দাপুটে বোলিংয়ে শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৬৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি লঙ্কানরা। বিশ্বকাপে প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৪।

ওপেনার পাথুম নিসানকার ব্যাট থেকে আসে ৬৮ রান। তার ৬৪ বলের চমৎকার ইনিংসে ছিল ৮ বাউন্ডারি ও এক ছক্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ৭৯ বলে খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস। ৩৪ রান নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন কুশল পেরেরা।

বাংলাদেশের হয়ে তিন উইকেট শিকার করেন মেহেদি হাসান। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ