পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

গণমাধ্যমের ওপর ভিসানীতি : মার্কিন রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছেন তথ্যমন্ত্রী

ছয় দফা নিউজ ডেস্ক:
মার্কিন রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের গণমাধ্যমের ওপর ভিসানীতির ব্যাখ্যা চেয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর অন্য কোনো দেশের হস্তক্ষেপ করা সমীচীন নয়।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। নগরীর পাঠান পাড়ায় অবস্থিত শিমুলতলার সামনের সড়কে এ সম্মেলনের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত) বলেছেন, ভিসানীতির আওতায় গণমাধ্যমও আসবে। আমাদের দেশের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম সব সময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং কোন যুক্তিতে গণমাধ্যমে ভিসানীতি কার্যকর হবে তা আমার বোধগম্য নয়। সাংবাদিক, কলামিস্ট যারা আছেন তারা মনে করছেন, এটি আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। এটি গণমাধ্যমের কর্মীরা মেনে নিতে পারে না। আশা করি তারা (আমেরিকা) বিষয়টি ব্যাখ্যা করবেন।’

বিএনপিকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘তারা আমাদের বলেছে, ফাইনাল খেলা আগামী মাসে। আমরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত আছি। কোথায় খেলবেন বলেন। আমরা আওয়ামী লীগ যাব না, যুবলীগকে পাঠাব। এই খেলার জন্য তারাই যথেষ্ট। প্রয়োজনে যুব মহিলা লীগকেও পাঠাব। তবে বিএনপিকে অনুরোধ জানাব, ফইনাল খেলার আগে আপনাদের খেলোয়াড়রা দল বদল করে কি না সেদিকে খেলায় রাখবেন।’

বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকা কাকে ভিসা দেবে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেখলেন না দিল্লিতি কীভাবে সেলফি তুলল জো বাইডেন। ভিসানীত একটি বিচ্ছিন্ন বিষয়।’

বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু, বেগম আখতার জাহান।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ