পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক যুবলীগের

ছয় দফা নিউজ ডেস্ক:
দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ কর্মসূচি ঘোষণা করেছেন।

রোববার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুবলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের আহ্বান করেছেন শেখ ফজলে শামস্ পরশ।

কর্মসূচির মধ্যে রয়েছে: আগামী ৯ অক্টোবর ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে সংসদীয় আসনভিত্তিক এবং দেশের সকল জেলা-মহানগরে শান্তি ও উন্নয়ন সমাবেশ।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে আগামী ১৪ অক্টোবর দুপুর আড়াইটায় সিভিল এভিয়েশন মাঠে (কাওলা) সুধী সমাবেশ। এছাড়া আগামী ১৬ অক্টোবার বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবসমাবেশ হবে।

তথ্যসূত্রঃইত্তেফাক

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ