পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪

বিএনপি হামলা করলে আমরাও বসে থাকবো না

ছয় দফা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হামলা করলে আমরাও বসে থাকবো না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল- কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ হবে পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। তারা ৭১-এ পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধংস করার চেষ্টাই করছে।

তিনি বলেন, বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে। আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না। বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করে যেনো জনগণের যানমালের ক্ষতি না করে। আর তাই আওয়ামী লীগও অব্যাহত কর্মসূচি দেয়‌। বিএনপির কর্মসূচি আর বিদেশীদের তৎপরতায় সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ