পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: আমু

ছয় দফা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা কখনো দেশের বন্ধু নয়। তারা মানুষের কল্যাণ চায় না। সেই অপশক্তি মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় শুভ শক্তির ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সোমবার (২৩ অক্টোবর) হিন্দু সম্প্রদায়কে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য পৃথিবীতে মডেল। সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির ঐতিহ্য। সব ধর্ম ও বর্ণের মানুষের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল। আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির এই বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে।

আমির হোসেন আমু বলেন, সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবেই যার যার ধর্ম পালন নিশ্চিত করতে কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির অপতৎপরতা সম্প্রীতির এ বাংলাদেশে সহ্য করা হবে না।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ