পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

সোমবার সারাদেশে বিএনপির জনসমাবেশ

ছয়দফা নিউজ ডেস্ক:

আগামী ৩১ জুলাই দেশের সব মহানগর ও জেলা সদরে ‘শান্তিপূর্ণ জনসমাবেশ’ কর্মসূচি দিয়েছে বিএনপি। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ রাজধানীতে যে অত্যাচার-নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু সোমবার (৩১ জুলাই) সারা দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি।’

রবিবারই এই কর্মসূচি দেওয়ার পরিকল্পনা ছিল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আগামীকালই প্রতিবাদের দিন হিসেবে কর্মসূচি পালনের কথা ভেবেছিলাম। কিন্তু আমরা জানতে পেরেছি ক্ষমতাসীন আওয়ামী লীগ এদিন বিক্ষোভ করবে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করবো এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনও বাধা সৃষ্টি করা হবে না।’

তথ্যসূত্রঃবাংলাট্রিবিউন

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ