পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বিএনপির নির্বাচন প্রতিহত করার কোনো ক্ষমতাই নেই: নূহ-উল-আলম লেনিন

ছয়দফা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে হবে। দেখি বিএনপি কি করতে পারে। তাদের নির্বাচন প্রতিহত করার কোনো ক্ষমতাই নেই।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বলেন, ‘সরকার মানুষকে বোকা ভাবছে। এদেশে এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলেই নির্বাচন হয়ে যাবে? এত সহজ নয়। নির্বাচন হতে দেওয়া হবে না।’ এমন বক্তব্যের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শনিবার তিনি সময়ের আলোকে এসব কথা বলেন।

নূহ-উল-আলম লেনিন বলেন, বিএনপি দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা অসাংবিধানিকভাবে ক্ষমতায় যেতে চায়। তাদের আন্দোলন তো মাঠে মারা গেছে। গত বছরের ১০ ডিসেম্বর তাদের লাস্ট চান্স ছিল। কিন্তু কিছুই করতে পারেনি। সামনে আবার ডিসেম্বর মাস এসে গেছে। তারা আসলে মানুষকে বিভ্রান্ত করতে চায়। বিএনপির জন্মই তো ক্যান্টনমেন্ট। তারা গণতন্ত্রের কি বুঝবে। তাই তারা নির্বাচন চায় না।

আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন সময়ের আলোকে বলেন, আগামী জাতীয় নির্বাচন ইনশাল্লাহ হবে। নির্বাচন কমিশন জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে জানিয়েছে। এখনো দিন তারিখ ঠিক হয়নি। দিনক্ষণ ঠিক হলে যথাসময়ে নির্বাচন হবে। কারণ নির্বাচন কমিশনের দেওয়া দিনক্ষণে যদি নির্বাচন না হয়, তখন আরেকটি সংকট দেখা দেবে। আর বিএনপি কত কথাই তো বলে। তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলে। গত শুক্রবার ছাত্রসমাবেশ ও গতকাল শনিবারের এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনী উপলক্ষে সুধী সমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটেছে। এতেই প্রমাণিত হয়, সারা দেশের মানুষ শেখ হাসিনাকে চায়। আন্তর্জাতিক বিশ্ব তো একই কথা বলেছে, তারা বলেছে শেখ হাসিনার সরকার যথেষ্ট উন্নয়ন করেছে। বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনাকে চায়। তাই নির্বাচন যথাসময়ে হবে। বিএনপির যদি শুভ বুদ্ধির উদয় হয়, তারা অবশ্যই আগামী নির্বাচনে অংশ নেবে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ