পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আগে মার্কা ধানের শীষ ছিল, এবার প্রতীক আমার নৌকা: শাহজাহান ওমর

ছয় দফা নিউজ ডেস্ক: ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই রায় দেয় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। এর আগে হলফনামায় মামলার তথ্য গোপনের অভিযোগ তার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন সংশ্লিষ্ট এলাকার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির।

ইসি থেকে বেরিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, ‘আগে মার্কা ধানের শীষ ছিল। এবার প্রতীক নৌকা নিয়ে ভোট করব। আমি তো আশাবাদী। মানুষ ব্যক্তি শাহজাহান ওমর ও প্রতীক দুইভাবেই আমাকে ভোট দেবেন। আওয়ামী লীগের ভোট আমি সবসময়ই পাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল পরিবর্তন করেছি। এটা আমার সাংবিধানিক অধিকার।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা, আপনারা জানেন। আমি বরিশাল ডিভিশনে কমান্ডার ছিলাম। আমাকে আওয়ামী লীগের লোকেরা, তাদের সন্তানেরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে। এটা নতুন কী, এখন পুরোপুরি খাটবে, আগে অর্ধেক খাটত।’

নিজের মনোনয়নের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিথ্যা হলফনামার অভ্যাস আমার নাই। এভরিথিং রিটেন, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন, ওনারা মিথ্যা বলেছেন।’

সিইসি এবার ভোট কেমন করবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাবিবুল আমার জানাশোনা। হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি। পরে ওখান থেকে অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছেন। হি ইজ ভেরি ক্যাপাবল অফিসার। ওনার সিইসি আমলে সুষ্ঠ ভোট হবে, আমি আশাবাদী।’

ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হলে কী হবে, এমন প্রশ্ন শাহজাহান ওমর বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আছে। যদি কেউ জোরজবরদস্তি করে; আইনের অপপ্রয়োগ করে গায়ের জোর দেখায়; আমরাও তো একেবারে দুর্বল পার্টি না। ডামি প্রার্থীরা কেন দাঁড়াতে পারবেন না? আই ওয়েলকাম দেম। জনগণ তাদের ভোট দিলে আমি তাদের স্যালুট করব।’

তথ্যসূত্রঃটিবিএস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ