পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, অক্টোবর ২০, ২০২৪

অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই -সিইসি

ছয় দফা নিউজ ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বাজারে চাউর (গুঞ্জন) আছে আমাদের ওপর জনগণের আস্থা নেই, সরকারের ওপর আস্থা নেই। তাই আগামী নির্বাচন স্বচ্ছ হতে হবে। ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন হতে হবে। নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করতে আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোববার (১ অক্টোবর) ইটিআই ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ব্যবস্থাপনা প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, বিগত দিনে নির্বাচন নিয়ে বিতর্ক হলেও হয়তো কম ছিলো, তবে ২০১৪ এবং ২০১৮ এর নির্বাচনের চাপ এসে পড়েছে আমাদের ওপর। তাই আগামী নির্বাচনের বিতর্ক বেশি হচ্ছে। এসব অভিযোগ সত্য মিথ্যা যেকোন কিছু হতে পারে। জনগণের আস্থা অর্জন করতে হবে৷

আগামী নির্বাচনে যেন আস্থার সংকট না থাকে সেভাবে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। সকলের দায়িত্ব সঠিকভাবে জেনে নিতে হবে। কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে, নির্বাচন কমিশন মনিটর করবে। স্থানীয় ও কেন্দ্রীয় সরকার জনগণের ভোটে নির্বাচিত সেটা মনে রাখতে হবে। মাঠের পরিবেশ ঠিক রাখতে হবে; শৃঙ্খলা বিনষ্ট হলে, ভোটাররা ভোটকেন্দ্রে না আসতে পারলে দায় দায়িত্ব আপনাদের ওপর পড়বে৷

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রথম দফায় দু’দিন ব্যাপী এই প্রশিক্ষণে চারটি ব্যাচে ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৫০ জন উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা অংশ নিচ্ছেন।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ