ছয় দফা নিউজ ডেস্ক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সেতুতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত আট যাত্রী।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া সেতুতে এ ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কাঞ্চন কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন হলেন চট্টগ্রামের বদরুদ্দোজা ভূঁইয়ার স্ত্রী হাসিনা বেগম। তাৎক্ষণিক নিহত অপর দুজনের নাম–পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে পটুয়াখালী সদর উপজেলা মনিরুল ইসলাম তালুকদার, মঠবাড়িয়া উপজেলার তুসখালি ইউনিয়নের জহিরুল ইসলাম, ইটকানিয়া গ্রামের মফিজুল ইসলামের নাম জানা গেছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাতে মালবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি এক্সপ্রেসওয়ের কুচিয়া মোড়া সেতুতে এলে চাকা নষ্ট হয়ে যায়। এটি সেতুর একপাশে থামিয়ে রাখেন চালক। ভোরের দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা লাবিবা পরিবহনের একটি বাস সেতুতে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি সেতুর রেলিংয়ে সজোরে আঘাত করে। এতে দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। আহত হন অন্তত আটজন।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হলেও চালকেরা পলাতক। তিনজনের মরদেহ ফাঁড়িতে রাখা হয়েছে বলেও জানায় পুলিশ।