পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

সংসদের ২৪তম অধিবেশন আজ

ছয়দফা নিউজ ডেস্ক:
চলতি একাদশ সংসদের ২৪তম অধিবেশন আজ রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শুরু হবে। নির্বাচনী তফসিল ঘোষণার আগে আরও একটি অধিবেশন আহ্বানের সুযোগ থাকায় সংক্ষিপ্ত হতে পারে এ অধিবেশন। এতে উত্থাপন ও পাসের তালিকায় রেকর্ড সংখ্যক ২৪টি বিল রয়েছে। আলোচিত ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ সংসদে উত্থাপন ও পাস হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চলতি সংসদের প্রথম অধিবেশ বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সেই হিসেবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই অধিবেশনের মেয়াদ রয়েছে। সংবিধানে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান রয়েছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হইবে।’

সংবিধানের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে সংসদ নির্বাচনের ৯০ দিনের গণনা শুরু হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানায়, নির্বাচনের আগে ৪০ থেকে ৪৫ দিন সময় হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে। সেক্ষেত্রে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনা বেশি। তাই তফসিল ঘোষণার আগে আরেকটি অধিবেশন আহ্বানের প্রয়োজন পড়বে বলে সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তারা জানিয়েছেন। কারণ একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে। আর সেটা হলে চলতি সংসদের মোট অধিবেশন হবে ২৫টি।

জাতীয় সংসদের চীফ হুইপ নূর-এ আলম চৌধুরী সাংবাদিকদের জানান, সংসদ অধিবেশন কত দিন চলবে সেটা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের পর বলা যাবে। তবে এই অধিবেশন শেষ হওয়ার পর নির্বাচনী তফশিল ঘোষণার আগে যে কোনো দিন রাষ্ট্রপতি নতুন অধিবেশন আহ্বান করতে পারেন। সংসদ অধিবেশনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংসদ ভবন, সদস্য ভবনসমূহ এবং সংসদ এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, লিফট, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সচল এবং পুরো সংসদ এলাকার সৌন্দর্য বাড়ানো হয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরবর্তী সময়ে আরো একটি অধিবেশন আহ্বানের বিবেচনায় রেখে অন্যান্য বছরগুলোর মতো এ অধিবেশন সংক্ষিপ্ত হবে। অবশ্য অধিবেশন শুরু আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী নির্ধারণ করা হবে। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় দলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ অধিবেশনে উত্থাপন ও পাসের অপেক্ষায় ২৪টি বিল থাকলেও কোন বিলগুলো পাস হবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিবেশনে উত্থাপনের জন্য এরই মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ‘জাতীয় পরিচয় নিবন্ধন বিল-২০২৩’সহ ৭টি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। আর কমিটিতে পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে পাসের অপেক্ষায় আছে পারিবারিক আদালত বিলসহ ৬টি বিল। এছাড়া সংসদের উত্থাপনের পর গণমাধ্যম কর্মীদের চাকুরির (শর্তাবলী) বিল, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ও বৈষম্য বিরোধী বিলসহ ১১টি বিল সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে।

সংসদের আইন কর্মকর্তারা জানান, মন্ত্রীসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা বিল-২০২৩’ অনুমোদন দিলেও তা এখনো সংসদ সচিবালয়ে জমা পড়েনি। যে কোনো দিন বিলটি জমা হতে পারে। এছাড়া আরো কয়েকটি বিল সংসদে আসার সম্ভাবনা রয়েছে। বিলগুলো সংসদ সচিবালয়ে আসলে তা স্পিকারের অনুমোদন সাপেক্ষে অধিবেশনের কার্যসূচিতে অন্তর্ভূক্ত করা হবে। যে কোনো বিল সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটির প্রতিবেদন জমা হলে সংসদে বিলটি পাসের প্রক্রিয়া শুরু হবে। অধিবেশনের প্রথম দিনে শোক প্রস্তাব উত্থাপন ও তা নিয়ে আলোচনা শেষে অধিবেশন মূলতবি করা হবে। চলতি সংসদে কোনো সদস্যের মৃত্যু হলে শোক প্রস্তাব নিয়ে আলোচনা শেষে অন্যান্য কর্মসূচি স্থগিত করে অধিবেশন মূলতবি করার বিধান রয়েছে। সংসদ অধিবেশনকে সামনে রেখে সংসদ ভবন এলাকায় যান চলাচলের ওপর কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ