পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

টিকফা ইস্যুতে রোববার ঢাকা আসতে পারেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

ছয় দফা নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) অষ্টম কাউন্সিল বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের রোববার (২১ এপ্রিল) ৩ দিনের সফরে ঢাকায় আসার কথা রয়েছে।

এই বৈঠকে ঢাকার পক্ষ থেকে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা বাড়ানো এবং ওয়াশিংটনের পক্ষ থেকে শ্রম পরিবেশের প্রয়োজনীয় সংস্কার, শ্রমিকদের সংগঠন করার পূর্ণ স্বাধীনতার প্রতি গুরুত্ব দেওয়া হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, অষ্টম পর্যায়ের টিকফা বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিবেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ। এর আগে সপ্তম পর্যায়ের টিকফা বৈঠক গত বছরের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সপ্তম বৈঠকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জানিয়েছে যে শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা ও যৌথ দর কষাকষি করতে পারাসহ তাদের অধিকার প্রতিষ্ঠায় ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে কাজ করা বাইডেন-হ্যারিস প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। তারা শ্রমিক ও ইউনিয়ন সংগঠকদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় উপর গুরুত্বারোপ করার পাশাপাশি ইউনিয়ন-বিরোধী বৈষম্য ও শ্রমিকদের বিরুদ্ধে অন্যান্য অন্যায্য চর্চা প্রতিরোধের উপর জোর দিয়েছে। তখন ঢাকার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জানানো হয় যে, বর্তমানে একটি ত্রিপক্ষীয় শ্রম আইন পর্যালোচনা কমিটি বাংলাদেশ শ্রম আইনের সংশোধনগুলো পর্যালোচনা করছে। এবার অষ্টম পর্যায়ের বৈঠকে শ্রম অধিকারের এই ইস্যুতে যুক্তরাষ্ট্র হালনাগাদ তথ্য চাইতে পারে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ