পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

তৃতীয় দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় ২৫ লাখ

ছয় দফা নিউজ ডেস্ক:
সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার তৃতীয় দিনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ টোল আদায় হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আদায় হয়েছে চার লাখ ২৫ হাজার ৪৪০ টাকা।

বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, যান চলাচলের তৃতীয় দিনে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৫ লাখ ৬ হাজার ৮০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে ৩০ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এসব গাড়ির মধ্যে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী, ফার্মগেট পথে ১৫ হাজার ৬৯০টি, কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট পথে ৩ হাজার ৬১৯টি, বনানী থেকে কুড়িল-বিমানবন্দর পথে ২ হাজার ৮৯৮টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরের পথে ৮ হাজার ৭১২টি গাড়ি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচল করেছে।

আর আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব মিলিয়ে গাড়ি পার হয়েছে ৫ হাজার ২৬৬টি।

গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উড়ালসড়কের উদ্বোধন করেন। পরদিন রবিবার থেকে কাওলা থেকে তেজগাঁও অংশ পর্যন্ত যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তেজগাঁও থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত উড়ালসড়কের বাকি অংশ আগামী বছরের জুনে চালুর কথা রয়েছে।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ