ছয় দফা নিউজ ডেস্ক:
ঢাকা মহানগর থানাগুলোতে সেবার মান বাড়াতে এবার মেসেজ টু কমিশনার’ চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (২ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস সেন্টারে মিট দ্যা প্রেস নবনিযুক্ত ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মেসেজ টু কমিশনারে’ ভুক্তভোগীরা থানায় গেলে সেবা না পেলে যেকেউ কমিশনার বরাবর মেসেজ দিতে পারবেন। এছাড়া ডিবিতে যেয়েও সেবা না পেলে যেকেউ মেসেজের মাধ্যমে সরাসরি আমাকে জানাতে পারবেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ট্র্যাডিশনাল ক্রাইম থেকে ডিএমপির ক্রাইমের ধরণ আলাদা। নতুন ক্রাইমের দিকে ধাবিত হচ্ছে ডিএমপিতে। এর বড় কারণ প্রযুক্তি। সাইবার ক্রাইম মোকাবিলায় ডিএমপি উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণ করে যাচ্ছে। ডিএমপির দক্ষতা ও যোগ্যতা অনেক বেশি।