পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমার কাজ একটাই মানুষের ভাগ্য পরিবর্তন করা : প্রধানমন্ত্রী

এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন

ছয়দফা নিউজ ডেস্ক:
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে। আমার কাজ একটাই মানুষের ভাগ্য পরিবর্তন করা। তিনি বলেন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ, সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। বিশ্বে বাংলাদেশ এখন রোলমডেল। ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছি। জাতির পিতার সোনার বাংলায় একটি মানুষ ও গৃহহীন ও ভূমিহীন না থাকে সেই ব্যবস্থা করেছি। যারা বেসরকারি চাকরি করে তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছি। যাতে শেষ বয়সে কষ্ট করে বাঁচতে না হয়।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্য মেলা মাঠেএ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বাণিজ্য মেলা মাঠে এসে উপস্থিত হন। পরে এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের ফলক উন্মোচন করেন। সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নাকি গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। তারা খুনির দল কিসের গণতন্ত্র দেবে। এই দেশ আমারা স্বাধীন করেছে। তাই এই দেশ আমাদের। তাই কোনো কিছুতে ভয় পাই না। নৌকা উজান ঠেলে সব সময় এগিয়ে গেছে। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।

শেখ হাসিনা বলেন, ৭৫ যারা হত্যা ক্যু করে যারা ক্ষমতায় ছিল তারা কিছু করেনি। ৯৬ সালে ক্ষমতায় এসে আমরা শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে উন্নয়ন করেছি। ২০০৮ সালে ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছি। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে এগিয়ে নিয়ে গেছি। প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত ১ লাখ ২২ হাজার সড়ক মহাসড়ক করেছি। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি বিশ্বকে দেখিয়ে দিয়েছি। রাস্তাঘাটসহ সমস্ত উন্নয়ন জনগণের জন্য করেছি। যানজট মুক্ত করবার জন্য এই এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে। নিজের হাতে টোল দিয়ে এখানে এসে পৌঁছেছি। মাত্র ১২ মিনিটে বাণিজ্য মেলা মাঠে পৌঁছেছি। প্রত্যেকটা প্রকল্পে ক্ষতিগ্ৰস্থদের পূণর্বাসনের ব্যবস্থা করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের কারো কাছে ভিক্ষা করতে হবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে একটা সংকট চলছে।

তথ্যসূত্রঃসময়ের আলো

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ