পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প

ছয় দফা নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার দূরে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুপুর ১২টা ৪৯ মিনিট ৫৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল টাঙ্গাইল। তবে টাঙ্গালের কোন এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল তা নিশ্চিত বলা যাচ্ছে না। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ২।’

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইলের সখীপুর উপজেলা থেকে তিন কিলোমিটার দূরে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এদিকে সার্চ ইঞ্জিন গুগলের অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতায় বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রায়হান চৌধুরী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উপজেলার বিভিন্ন স্থান থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর এসেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ