ছয় দফা নিউজ ডেস্ক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ বা এপিডি শাখা) মো.আবদুস সবুর মণ্ডলকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে তিনি জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান অবসরোত্তর ছুটিতে যাওয়ায় আবদুস সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে জিয়াউল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে সচিব পর্যায়ে কর্মকর্তা আছেন ৮১ জন।
এর আগে গত সোমবার সরকারের যুগ্ম সচিব পদে ২২১ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। তাঁরা এত দিন উপসচিব পদে ছিলেন।
আব্দুস সবুর মন্ডল এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন।