ছয় দফা নিউজ ডেস্ক:
আজ স্বপ্নের বহুমুখী পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচলের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান হতে চলেছে। ইতিমধ্যে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলার জন্য প্রস্তুত নতুন ট্রেনটি ঢাকার উদ্দেশে বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর অতিক্রম করে।
রেলওয়ের ফরিদপুর স্টেশন মাস্টার তাকদীর হোসাইন জানান, বৃহস্পতিবার নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি। এরপর আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা-ফরিদপুর রেলপথের উদ্বোধন করবেন। বর্তমানে এ প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। এর আগে গত মঙ্গলবার সকালে পাকশী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছায়। ট্রায়াল ট্রনটি রাজবাড়ী স্টেশনে রাতে অবস্থান শেষে বুধবার বেলা ১০টা ৫৫ মিনিটে রাজবাড়ী স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় ট্রায়াল ট্রেনটির পাইলট হিসেবে ছিলেন আবুল কাশেম। ঈশ্বরদী-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা এবং ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত ট্রায়াল ট্রেনটির সার্বিক দায়িত্বে ছিলেন মো. সালাউল্ল্যাহ।
গত ৩ সেপ্টেম্বর রেল লিংক প্রকল্পের প্রকল্প পরিচালক ফকির মো. মহিউদ্দীন বিভাগীয় রেল ব্যবস্থাপকের কাছে চিঠি পাঠিয়েছিলেন। এ সময় তিনি ১টি নতুন লোকোমোটিভ, ১টি ডব্লিউইপিসি, ১টি ডব্লিউইপিসিডিআর, ১টি ডব্লিউজেসি, ৩টি ডব্লিউজেসিসি এবং ২টি ডব্লিউইসি ক্যারেজ সমন্বয়ে গঠিত ট্রেনের জন্য রেল ব্যবস্থাপকের কাছে আবেদন করেন।
ট্রায়াল ট্রেনটিতে আটটি কোচ ও একটি ইঞ্জিন রয়েছে। আজ বৃহস্পতিবার রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন বলে জানিয়েছেন ফরিদপুর স্টেশন মাস্টার তাকদীর হোসাইন।
আর এ পরীক্ষামূলক ট্রেন চলাচলের কারণে আনন্দ বিরাজ করছে দক্ষিণাঞ্চলবাসীর মাঝে। রাজবাড়ী থেকে ছেড়ে আসা ট্রেনযাত্রী সম্পা রানী বলেন, কোনো দিন চিন্তাও করিনি যে ট্রেনে করে রাজবাড়ী থেকে ঢাকা যেতে পারব। ইতিমধ্যেই সেই পথ খুলে যেতে শুরু করেছে। এখন থেকে আমরা নিরাপদে ট্রেনে ঢাকায় যেতে পারব।
ট্রেনযাত্রী রাজিব ম-ল বলেন, সড়ক পথে একদিকে যেমন অর্থ ও সময় ব্যয় হতো এই ট্রেন চালু হলে আমরা অল্প সময়ে এবং অল্প টাকায় রাজধানীতে পৌঁছাতে পারব। ফলে আমাদের অর্থ ও সময় দুটিই বাঁচবে।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার পথ রেল চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। ৭ সেপ্টেম্বর রেলমন্ত্রী এবং রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষামূলকভাবে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসবেন। তবে যাত্রী পরিবহনের জন্য আগামী ১০ অক্টেবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রেলপথ উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।