ছয় দফা নিউজ ডেস্ক:
আজ ৬ সেপ্টেম্বর বুধবার। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। সমিতি দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, বারডেম অডিটোরিয়ামে স্মরণসভা, ইব্রাহিম স্মারক বক্তৃতা, বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ‘বিনামূল্যে হৃদরোগীদের পরামর্শ ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসা’ এবং বিশেষজ্ঞ ডাক্তার ও রোগীদের মধ্যে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান। সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন এবং বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে আই কাইয়ুম চৌধুরী। আর প্রবন্ধ পাঠ করবেন বারডেম ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এম শওকত হাসান।