পরীক্ষামূলক সম্প্রচার চলছে...
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

ছয় দফা নিউজ ডেস্ক:
ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় ল্যাং সোন প্রদেশে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছে। ১৬ আসন বিশিষ্ট একটি যাত্রীবাহী কোচ একটি সেমি ট্রেলার এবং একটি কন্টেইনার ট্রাকের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ২টা ১০মিনিটের দিকে ভিয়েতনামের হুই লুং জেলার রুং ক্যাম ঢালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ বিভাগের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্র ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সড়কে লাইট না থাকায় ঢালের অন্ধকার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এই সময় সেখানে বাম লেনে বিপরীত দিকে থেকে আসা একটি কন্টেইনার ট্রাকের সাথে বাসটি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার সময় বাসটিতে একজন চালক ও ১৫ যাত্রী ছিল। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।

ভিএনএ জানায়, দুর্ঘটনায় যাত্রীবাহী বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুর্ঘটনার বিষয় তদন্ত করা হচ্ছে।

২০২৩ সালের প্রথম ১০ মাসে ভিয়েতনামে ৯,৮২৯টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দেশটিতে ৫,৪৯৬ জন নিহত এবং ৬,৯৭৩ জন আহত হয়েছে।

তথ্যসূত্রঃবাসস

আরো পড়ুন

মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ সংবাদসমূহ

বিশেষ সংবাদ