ছয় দফা নিউজ ডেস্ক: রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২৩ ডিসেম্বর) মস্কোর সঙ্গে লেনদেন চালু রাখা বিদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা কার্যকরে নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে যুক্তরাষ্ট্র থেকে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ার সঙ্গে লেনদেন বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়।
একইদিন রাশিয়া থেকে মাছ-কাঁকড়াসহ সামুদ্রিক খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যুদ্ধ বন্ধে চাপ বাড়তে বছরখানেক ধরেই রাশিয়ার বিরুদ্ধে একের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা।